দীনবন্ধু মিত্র ভারতের নদিয়া জেলার চৌবেরিয়ায় জন্মগ্রহন করেন ১৮২৯/১৮৩০ সালে। তার পিতার নাম ছিল কালাচাঁদ মিত্র। তার প্রকৃত নাম ছিল গন্ধর্ব নারায়ণ, কিন্তু সেটি পরিবর্তন করে তিনি দীনবন্ধু মিত্র রাখেন। গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা হবার তিনি কিছুকাল জমিদারের সেরেস্তাদারের কাজ নিযুক্ত করেন। কিছুকাল পর দীনবন্ধু পালিয়ে কলকাতায় আসেন এবং কাকা নীলমনী মিত্রের বাড়ি কাজ করেন। ১৮৪৬ সালের দিকে তাকে এই জেমস লঙের অবৈতনিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। মেধাবী দীনবন্ধু বেশ কিছু উপবৃত্তিও পান। ১৮৫০ সালে কলুটোলা ব্রাঞ্চ স্কুল (বর্তমান হেয়ার স্কুল) থেকে বৃত্তি লাভ করে হিন্দু কলেজে (বর্তমান প্রেসিডেন্সি কলেজ) ভর্তি হন। ১৮৫১ সালে তিনি উচ্চতর পরীক্ষায় বৃত্তি এবং ১৮৫২ সালে তৃতীয় শ্রেণী সিনিয়র বৃত্তি লাভ করেন। ১৮৫৪/১৮৫৫ সালে তিনি পাটনায় পোস্টমাস্টারের চাকরি গ্রহন করেন। তিনি ওড়িশা, নদিয়া ও ঢাকা বিভাগে বিভিন্ন পদে এই ডাক বিভাগে চাকরি করেন। তাকে ১৯৭০ সালে কলকাতায় সুপারিনটেন্ডেন্ট পোস্টমাস্টার হিসেবে নিযুক্ত হন। ১ নভেম্বর, ১৮৭৩ সালে তিনি তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুবরন করেন। তার উল্লেখযোগ্য রচনার মাঝে আছে : নীলদর্পণ, নবীন তপস্বিনী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক, কমলে কামিনী, দ্বাদশ কবিতা, সুরধুনী কাব্য। তার নীলদর্পন প্রথম বাংলা নাটক যা ইংরেজিতে অনূদিত হয়, এর অনুবাদ কে করেছিলেন তা নিয়ে কিছুটা বতর্ক আছে। কেউ কেউ ধারনা করে থাকেন, এর ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। তবে আধুনিক গবেষকগণ মনে করেন রেভারেন্ড জেমস লঙ (Reverend James Long) এই অনুবাদ Nil Durpan, or The Indigo Planting Mirror নামে প্রকাশ করেছিলেন। আর এর জন্যে জেমস লঙের জরিমানা ও কারাদণ্ড হয়।
নীলদর্পণ Nildarpan
নাটক
page 52
File size : 1.69 mb

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন