বাংলা সাহিত্য, বিজ্ঞান, ইসলামী, অনুবাদ বই

বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

Munier Chowdhury


Short details :
* born: 27 November 1925, died: 14 December 1971
* graduate - Dhaka Collegiate School(1941)
* career - started at Brojolal College in Khulna
* he participated in the Language Movement of 1952
* he protested against the Pakistan government's cultural repression
১৯২৫ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ এর ১৪ নভেম্বরে পাকিসতানী সৈন্যরা বাংলার অন্যান্য বুদ্ধিজীবির মতো তাকেও অপহরন করে ও পরে তাকে হত্যা করে । শিক্ষা জীবনে তিনি ঢাকা কলেজিয়েট স্কুল, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন । ইংরেজী এবং বাংলায় মাষ্টার্স ডিগ্রি থাকার পরও তিনি হাভার্ড ইউনিভার্সিটিতে ভাষাবিদ হিসেবে আবার মাষ্টার্স ডিগ্রি নেন । তিনি তার কর্মজীবন খুলনায় ‘ব্রজলাল কলেজ’ এ শুরু করেন । ১৯৪৭ হতে ১৯৫০ পর্যনত তিনি সেখানে কর্মরত থাকেন । ১৯৫০ এ তিনি ‘ঢাকা জগন্নাথ কলেজ’ এ অল্প কিছুকাল ছিলেন । অতঃপর ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ এ ১৯৫০-১৯৭১ পর্যনত বাংলা ও ইংরেজী দুটি বিভাগেই শিক্ষকতা করেন । বাংলা ভাষা আন্দোলনে তার ভ্থমিকা অত্যনত সক্রিয় ছিল । সেসময়কার সাংস্কৃতিক অগ্রাসনের বিরম্নদ্ধে তিনি সোচ্চার ছিলেন । ১৯৬০ এ পাকিসতান সরকারের বাংলা অক্ষরের বদলে রোমান অক্ষর ব্যবহারের অপচেষ্টার বিদ্ধুদ্ধে তিনি সোচ্চার হয়ে উঠেন ।
works :
Kabar (1952/play about the Language Movement)
Raktakta Prantar (1959/play about the Third Battle of Panipat)
Mir-Manas (1965/literary critique of Mir Mosharraf Hossain's literature)
Munier Optima (1965/ Bangla keyboard layout design)
Dandakaranya (1966)
Chithi (1966)
Palashi Barrack O Anyanya (1969)
 Tulanamulak Samalochana (1969)
Bangla Gadyariti (1970)
Awards :
Bangla Academy Prize (1962)
Daud Prize (1965)
Sitara-e-Imtiaz (1966 / awarded by Pakistan Govt)

 
 (1) Polashi Barrackfrom "Palashi Barrack O Anyanya"Play623 kb


(2) Apni KePlay530 kb


(3) bongshodhorPlay570 kb


(4) ektola dotalaPlay388 kb


(5) feat.colomnPlay611 kb



(6) militaryPlay405 kb

Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন