বাংলা সাহিত্য, বিজ্ঞান, ইসলামী, অনুবাদ বই

বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

Tarashankar Bandyopadhyay

Tarashankar Bandyopadhyay was born on 23 July 1898 at Labhpur in Birbhum. His father name was Haridas Bandyopadhyay and mother name Prabhavati Devi. He passed the Matriculation examination on 1916 and took admission in IA at St Xavier's College, Calcutta. He was imprisoned for one year on 1930 for political reason and that was the end of his study. He died on 1971, 14 September.

Works
Some of his famous novels are :
Chaitali Ghurni (1931),
Jalsa Ghar (1938),
Dhatri Devata (1939),
Kalindi (1940),
Kavi (1944),
Gana Devata (1943),
Panchagram (1944),
Hansuli Banker Upakatha (1947),
Arogya Niketan (1953),
Radha (1956) etc.

Awards :
Sharat Smriti Puraskar (University of Calcutta),
Jagattarini Svarna Padak (Calcutta University),
Sahitya Akademi Puraskar,
Jnanapith Puraskar,
Padmashri and Padmabhusan etc
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহন করেন । তার পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা প্রভাতী দেবী । যাদবলাল উচ্চ বিদ্যালয়ে তিনি ১৯১৬ সালে এন্ট্রান্স পাস করেন এবং কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ ভর্তি হন । সেসময়ে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে জেলে যান (১৯২১) এবং শিক্ষা জীবনের ইতি টানেন । ১৯৩০ এ তিনি আবার এক বছরকাল জেলে যান । ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরন করেন । সাহিত্য অবদান তার লেখা গল্পগুলোর মধ্যে ছিল - রসকলি (তার ১ম গল্প), বেদে, পটুয়া, মালাকার, লাঠিয়াল, চৌকিদার, বাগদী, বোষ্টম, ডোম, ডাকহরকরা ইত্যাদি । তিনি প্রায় দুইশ গ্রন্থ রচনা করেন । উলেখযোগ্য গ্রন্থগুলো হলো - চৈতালী ঘূর্নি (১৯৩২)
জলসাঘর (১৯৩৮)
ধাত্রীদেবতা (১৯৩৯)
কালিন্দী (১৯৪০)
গনদেবতা (১৯৪৩)
পঞ্চগ্রাম (১৯৪৪)
কবি (১৯৪৪)
হাসুলি বাকের উপকথা (১৯৪৭)
আরোগ্য নিকেতন (১৯৫৩)
রাধা (১৯৫৬)

পুরস্কার :
কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ‘শরৎস্মৃতি পুরস্কার’(১৯৪৭), ‘জগত্তারিনী স্বর্নপদক ’ (১৯৫৬)
রবীন্দ্র পুরস্কার (১৯৫৫)
সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৫৬)
জ্ঞানপীঠ পুরস্কার (১৯৬৭)
পদ্মশ্রী পুরস্কার (১৯৬২)


Kobi125 pageFile size : 4.39 Mb
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন